মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ সদর ইউনিয়নের দওগ্রামে পরিবারের লোকজনের অসচেতনতার কারণে পানিতে ডুবে সজিবুর রহমান নামের আড়াই বছরের এক শিশুর অকাল মৃতু ̈ হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। মৃত সজিবুর রহমান দওগ্রামের বজুল মিয়া ছেলে।
জানাযায়, গতকাল সকালে পরিবারের লোকজনের অসচেতনতায় সবার অগোচরে বাড়ির নিকট ̄’ একটি নদীতে গিয়ে পরে ডুবে যায়। অনেক খোঁজাখোঁজির পর পরিবারের লোকজন তাকে নদী থেকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা ̄^া ̄’ ̈ কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আড়াই বছরের শিশুর অকাল মৃতু বরণে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।