জুয়েল চৌধুরী,হবিগঞ্জ:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ বাজারে আমিনুল (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সে ওই উপজেলার সাদেকপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, প্রতিপক্ষের সাথে মামলা মোকদ্দমা থাকায় সোমবার(৩আগস্ট) আমিনুল হবিগঞ্জ কোর্টে মামলার হাজিরা দিতে আসে। হাজিরার সময় প্রতিপক্ষের সাথে বাকবিতন্ডা হয়। বিকেলে সে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়।
শাকির মোহাম্মদ বাজারে পৌছলে হঠাৎ তার মৃত্যু হয়। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই কবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এদিকে এ খবর শুনে প্রতিপক্ষের লোকজন আত্মগোপন করায় সন্দেহের তীর এখন তাদের দিকে।