মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : ‘‘সড়কে নিরাপত্তা আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক বিষয়ে সর্বমহলে জনচেতনতা সৃষ্টি করতে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসুচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ইউনিটের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ”সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ: স্থানীয় পর্যায়ে করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ ফিরোজ । সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ম্যানেজার অপূর্ব কুমার সাহা।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান চৌধূরী, যুব উন্নয়ন কর্মকর্তা মনির উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক সাদেক খান, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ, মো: নুরুন্নবী সরকার, নবীগঞ্জ থানার ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ ইফতেকার হাছান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম এ আহমদ আজাদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, মেহের আলী মহালদার, ছাইম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক, গোপলারবাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ তফাজ্জুল হক, ষ্টেশন ম্যানেজার ফায়ার র্সাভিস, মো: ইজাজুর রহমান, বাস-ইমা আঞ্চলিক মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, উপজেলা ছাত্রসমাজের সভাপতি এম এ মতিন চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন ব্র্যাক নিরাপদ সড়ক আচরনবিধি প্রবর্তন প্রকল্পের ম্যানেজার মোঃ মশিউর রহমান এবং উক্ত প্রকল্পের সিলেট অঞ্চলের সোশ্যাল কমিউনিকেটর পারভেজ কৈরী।