নবীগঞ্জ (হবিগঞ্জ )প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ধারাল ছোরাসহ দুই যুবককে আটক করেছে জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। সোমবার বিকেলে উপজেলার ইমামবাড়ি বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— জেলা শহরের শ্যামলী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে শেখ রিংকু (২৫) ও হরিপুর এলাকার হরমুজ মিয়ার ছেলে রোমেল আহমদ (২২)।
এলাকাবাসী জানায়, রিংকু ও রোমেলসহ অপর এক যুবক ধারাল ছোরা নিয়ে বিকেলে ইমামবাড়ি বাজারে যায়। তারা রোমেলের জনৈক আত্মীয়ের পক্ষে সংঘর্ষের ঘটনায় সালিশে যোগ দেয়। সালিশ হওয়ার সময় তারা প্রতিপক্ষের একজনকে ধাওয়া দেয়। তখন ওই ব্যক্তি দৌড়ে একটি দোকানে ঢুকে পড়লে স্থানীয়রা রিংকু ও রোমেলকে ছোরাসহ আটক করে। এ সময় তাদের অপর সহযোগী যুবক পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খান ঘটনার ছোরাসহ দুই যুবককে আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন।