চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভায় ১৯ কোটি ৩৭ লাখ টাকা বাজেট পেশ করা হয়েছে।
সোমবার বিকালে পৌরসভার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বাজেট পেশ করেন পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। বাজেটে আয় ধরা হয়েছে ১৯ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ৫ শত ৫৫। ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ২৮ লাখ ৬ শত ৪ টাকা।
বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৯লাখ ৯৫ হাজার ৯ শ ৫১ টাকা। এ বাজেটে অবকাঠামো ও কালভার্ড ড্রেনে সবচেয়ে বেশি ৭ কোটি ৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এ বাজেটে কোন প্রকার কর আপোপ করা হয়নি।
এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম থাকার পাশাপাশি হাট বাজার উন্নয়ন ও সংস্কার খাতে ব্যয় কম ধরা হয়েছে।
বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস এর সভাপতি হাজী আবুল হোসেন আকল মিয়া, চুনারুঘাট প্রেসল্কাবের সাবেক সভাপতি ফারুক উদ্দিন চৌ:ধুরী, সাধারণ সম্পাদক জামালে হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সচিব ইসমাইল মিয়া, পৌর কমিশনার, গনমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।