বিনোদন ডেস্ক : ১৮ বছর পেরিয়ে গেলেও, আজও সালমান শাহকে ভুলে যায়নি তার ভক্তরা। তাই ক্ষনজন্মা এই চলচ্চিত্র অভিনেতার হত্যাকারীদের বিচার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছে তার ভক্তরা।
রোববার ঢাকার সিএমএম আদালতের সামনে সালমান শাহর মা নীলা চৌধুরীর নেতৃত্বে সালমান ফ্যান ক্লাবের সদস্যরা “বিচার চাই, বিচার চাই” শ্লোগানে শ্লোগানে এই বিক্ষোভ দেখান। সালমান ফ্যান ক্লাবের ব্যানারে এই বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভে সালমান শাহর মা নীলা চৌধুরীও অংশ নেন।
এদিন ১৮ বছর আগে দায়ের হওয়া একটি অপমৃত্যুা মামলায় আদালতে দাখিলকৃত বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের উপর শুনানির জন্য দিন ধার্য ছিল। দাখিলকৃত ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিলের জন্য সময় চেয়ে আদালতে একটি আবেদন দাখিল করেন নিহত সালমান শাহর মা নীলুফার চৌধুরী ওরফে নীলা চৌধুরী।
এদিকে বিক্ষোভ শেষে সালমান শাহের মা নীলা চৌধুরী সাংবাদিকদের জানান, তার ছেলে আত্মহত্যা করেনি। সে আত্মহত্যা করার মতো ছেলে নয়। অজ্ঞাত কারণে তদন্তে প্রকৃত সত্য বের হয়ে আসেনি। বিচার বিভাগীয় তদন্তে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, এর সঙ্গেও তারা একমত নন বলে জানান নীলা চৌধুরী।
অন্যদিকে বিচার বিভাগীয় তদন্তে যে প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিতে সালমান শাহের মা আদালতে সময় চেয়ে আবেদন করেন। আগামী ২১ জানুয়ারী নারাজি দাখিলের জন্য বিচারক সময় মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় চিত্রনায়ক সালমান শাহের লাশ। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে ও পরে সেখান হতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।