মাধবপুর থেকে সংবাদদাতা ॥ হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনার্মেন্টের চূড়ান্ত পর্বের খেলা সম্পন্ন হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গবন্ধু কাপ শিরোপা অর্জন করে কালিকাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ হয় গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মেয়েদের মধ্যে বঙ্গমাতা শিরোপা অর্জন করে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রানার্সআপ হয় একতিয়ারপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুকোমল রায়, প্রেসক্লাবের সহ-সভাপতি আইয়ুব খান, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু জুবায়ের, মাজহারুল হুদা, দেওয়ান নাজমুল আলম, জিল্লুর রহমান প্রমুখ।