নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান বাজার টিলা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেৰ কর্ণেল সাজ্জাত হোসেন জানান-শনিবার রাত প্রায় ১১টার দিকে বিজিবি সাতছড়ি বিওপির নায়েক সুবেদার দবিরউদ্দিেনর নেতৃত্বে বিজিবি টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
অপর দিকে বিজিবি গুইবিল বিওপির হাবিলদার রুস্তম আলীর নেতৃত্বে বিজিবি টহলদল মানিক ভেনটার এলাকায় অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় বিজিবি;রউপস্ষিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।