রাজধানীর নয়াপল্টনে লালবাগ থানা বিএনপির কর্মিসভাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশকিছু চেয়ার ভাঙচুর করা হয়।
এ ঘটনায় চারজন আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
গ্রুপ দু’টি হচ্ছে কারান্তরীণ ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সমর্থিত লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আলতাফ ও সাবেক কমিশনার আজম গ্রুপ।
প্রত্যক্ষদর্শীর জানান, সোমবার দুপুরে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে লালবাগ থানা বিএনপির কর্মিসভার আয়োজন করা হয়। কর্মিসভায় যোগ দিতে লালবাগ থানা বিএনপির প্রায় চার-পাঁচশ নেতাকর্মী ভাসানী মিলনায়তনে জড়ো হয়। এসময় হঠাৎ করেই আলতাফ ও আজম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
পরে ভাসানী মিলনায়নের নিচের রাস্তায় নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হন। এসময় দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে চারজন আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় বেশকিছ চেয়ার ভাঙচুর করেন নেতাকর্মীরা।
পরে কর্মিসভা দুপুর ১২টার পর শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু উপস্থিত থাকার কথা রয়েছে।