বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটির বেশী আর সরকারী কর্মসংস্থান আছে প্রায় ১৩ লক্ষ লোকের যা মোট জনসংখ্যার তুলনায় খুবই নগন্য। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন ৬২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আবারো বেতন বৃদ্ধি করা হবে এবং তা প্রস্তাব করা হয়েছে দ্বিগুন। বেতন বৃদ্ধি করার মূল উদ্দেশ্য হল দূর্নীতি কমানো। ৬২ শতাংশ বেতন বৃদ্ধি করার পর কি বাস্তবে দূর্নীতি কমেছে? যদি কমত তাহলে টিআইবি রিপোর্টে দূর্নীতিতে বাংলাদেশ ১৬ থেকে ১৪তে উন্নীত হত না।
বেতন বৃদ্ধি করে লাভ হল কি! বরং বেতন বৃদ্ধির পর সাধারণ মানুষ ভূক্তভোগী হয়েছে মূল্যস্পীতির কারণে। এবার যখন বেতন বৃদ্ধি করে দ্বিগুণ হবে সাধারণ জনগণের অবস্থা হবে মরার উপর খাড়ার ঘা। যদি বেতন বৃদ্ধি করে দূর্নীতি কমানো সম্ভব হয় তাহলে দ্বিগুণ কেনো তিনগুণ-চারগুণ বেতন বৃদ্ধি করলেও জনগণের আফসোস থাকবে না।
হায়রে বাংলাদেশ যেদেশে যারা করে দূর্নীতি তাদের জন্য বাড়তেই থাকে সুযোগ-সুবিধা দিন দিন। আর যারা দেশ গঠনের মূল অংশীদার আমাদের দেশের মেহনতি শ্রমিক ও প্রবাসী তাদের লাঞ্চনা দিন দিন বেড়েই চলেছে।
আমরা সাধারণ জনগণ সবকিছু মানতে রাজি যদি বন্ধ হয় দূর্নীতি। সাথে বাড়াতে হবে মেহনতি শ্রমিকদের সকল প্রকার সুযোগ-সুবিধা।
লেখক : মোঃ জাকির হোসেন (রুবেল)