চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামে সুমন মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের আব্দুর রউফের পুত্র পাওয়ার টিলার চালক সুমন মিয়া (২৫) এর সাথে পার্শ্ববর্তী হলহলিয়া গ্রামের আব্দুল মন্নাফের কন্যা আকলিমা বেগমের ১০ মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা কারণে তাদের মধ্যে মনোমালিণ্য চলছিল।
প্রতি মাসে ১ বার করে ১০ মাসে ১০ বার সে পিত্রালয়ে নাইওর যেতো। ১ সপ্তাহ পূর্বে আকলিমা ১ মাসের মধ্যে ২বার পিত্রালয়ে যায়।
গত বৃহস্পতিবার সুমনও শ্বশুরালয়ে যায়। শুক্রবার রাতে এসে খাবার শেষে ঘুমিয়ে পড়ে।শনিবার সকালে পরিবারের লোকজন পার্শ্ববর্তী কাঠাল গাছে সুমনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে এসআই হারুনের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করে। সুমনের মৃত্যু নিয়ে তার পরিবার আকলিমাকে দায়ী করছে।
তবে পুলিশ বলছে ঘুমন্ত সুমনের দেহ কাঠাল গাছে গেল কি করে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে বলা যাচ্ছে না।