সুতাং(শায়েস্তাগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাজারে মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদে অটোরিক্সা (সিএনজি) শ্রমিক শনিবার সকালে সুতাং সিএনজি পয়েন্টের সামনে থেকে শ্রমিক ও সাধারণ যাত্রীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ব্রাক অফিস পর্যন্ত যায়।বিক্ষোভ মিছিলটি শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। শ্রমিকরা কখনো অন্যায় অপরাধের সাথে জড়িত থাকেনা। তাদের জীবিকা অর্জনের একমাত্র বাহন অটোরিক্সা চালানো। সেই অটোরিক্সা মহাসড়কে চলাচল বন্ধ ঘোষণা সরকারের সঠিক সিদ্ধান্ত নয়।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে না বলে আমরা আশাবাদী। অটোরিক্সার শ্রমিকদের সাথে কোন প্রকার আলোচনা না করে একতরফা ভাবে মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ ঘোষণার সিদ্ধান্ত শ্রমিকরা কখনো মেনে নিবে না। প্রয়োজনে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা জন্য সারাদেশের অটোরিক্সার শ্রমিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।