নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে টিকেট কালোবাজারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে ১৬টি টিকেটসহ তাদেরকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল সদর উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মহিবুর রহমান মামুন (২২), গৌরাঙ্গের চক গ্রামের আব্দুল কবিরের ছেলে জামাল মিয়া (২৬), নসরতপুর গ্রামের আব্দুল গনির ছেলে কুদ্দুছ মিয়া (২৭), ফকিরাবাদ গ্রামের কুতুব আলীর ছেলে রাসেল মিয়া (২০), পশ্চিম বড়চর গ্রামের আব্দুল হেকিমের ছেলে আল আমিন (২১) ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাঈঢাইল গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে জরিপ মিয়া (৩৫)।
শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানান, শায়েস্তাগঞ্জে যাত্রী সংখ্যার তুলনায় টিকেট অপ্রতুল। ফলে টিকেটের চাহিদাকে পুঁজি করে একটি কালাবাজারি চক্র সক্রিয় রয়েছে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টিকেট কালোবাজারির কথা স্বীকার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।