নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় চলতি বছরে ৭ মাসে ৫শ শতাধিক মাদক মামলা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন থানা থেকে মাদক জব্দ করে আদালতে প্রেরণ করা হয়। সেই সাথে মাদক ব্যবসায়ী, সমরাটদেরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে ম্যাজিস্ট্রেট কৌশিক আহাম্মদ খন্দকার ও সামশাদ বেগমের উপস্থিতিতে ১৪ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১৪৩ কেজি গাঁজা ও ১ লাখ টাকা মূল্যের ৮১ বোতল ফেনসিডিল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিএসআই ছবিদুর রহমানসহ একদল পুলিশ।