মাধবপুর প্রতিনিধি : বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক প্রধান সম্পাদক জগলুল আহমদ চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম চৌধুরী রাহাতের অকাল মৃত্যুতে মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ সুেেখন দেবনাথ, কাউছার মোল্লা, সহ-সভাপতি আইয়ুব খাঁন, অর্থ সম্পাদক রাজিব দেব রায় রাজু, আবুল খায়ের, সাব্বির হাসান, ওমর ফারুক, জামাল মোঃ আবু নাসের, মোঃ অলিদ মিয়া, আবুল হোসেন সবুজ, সানউল হক শামীম, রিফাত উদ্দিন, সুব্রত রায়, বিপ্লব আচার্য্য, তানহা, রাখাল, আলমগীর কবির প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ক্লাবের সহ-সভাপতি কে.এম সামসুল হক। সভায় হবিগঞ্জের কৃতি সন্তান দুই সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা এবং জগলুল আহমদ চৌধুরীর মৃত্যুর সাথে জড়িত গাড়ীর চালক ও সংশ্লিষ্টদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়।