নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আনমুনু গ্রামের রাস্তা সিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। গতকাল বুধবার বিকালে এ রাস্তার কাজের উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শাহ রিজভী আহমদ খালেদ, প্রেসক্লাব সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, সংরক্ষিত কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, সাবেক কাউন্সিলর আব্দু সালাম, বিশিষ্ট মুরুব্বি আব্দুল সত্তার, সহকারী প্রকৌশলী ববি মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, ঠিকাদার বদরুজ্জামান চৌধুরী।
উল্লেখ্য, উক্ত রাস্তা ছাড়াও পৌর মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী শহরের মদিনা মসজিদের উন্নয়ন ও মধ্য বাজারের একটি রাস্তার উন্নয়ন কাজের সম্প্রতি উদ্বোধন করেন। এতে ৩ লক্ষ ৬১ হাজার টাকা ব্যায় হবে।