বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তিকারী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে বৃন্দাবন কলেজ ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কলেজ ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক আফরাজ আহমেদ আফরোজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কিবরিয়ার পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা শ্রমিক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, আবুল কালাম, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ প্রমূখ। বিজ্ঞপ্তি