মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার সদরের অদূরে খাতাবাড়ি নামক স্থানে সোমবার ভোরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নুর মহাম্মদ(২৫) নামে পিকআপ ভ্যানচালক নিহত হয়েছে এবং ২ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকালে একটি পিকআপ ভ্যান নবীগঞ্জ থেকে নরসিংদী যাবার সময় উলেখিত স্থানে পৌঁছালে সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। পিকআপ ভ্যানচালক নুর মুহাম্মদসহ ৩ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় নুর মহাম্মদ কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত সিরাজ উদ্দিন (৩২) ও মরম আলী (৩৫) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।