ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার দেড় লাখ সৌদি রিয়ালসহ এক জনকে আটক করেছেন কাস্টমস বিভাগের কর্মকর্তারা।
শনিবার রাত ৮টার ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে এলে তাকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম আবুল হোসেন (৪৫)। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।
কাস্টমস বিভাগের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, আবুল হোসেন রাত ৮টার দিকে বিজি০৬ নম্বর ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল জব্দ করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এর আগে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি সোনাসহ (৮টি বার) ওমর ফারুক (২৮) নামের সৌদি আরব থেকে আসা এক যাত্রীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।