নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের চোরাই মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার বিকেলে সদর থানার এসআই ওমর ফারুক, ছানা উল্লা ও মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কোর্ট স্টেশন, চৌধুরীবাজারসহ বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী শুরু করে।
এসময় ১০টি মোটর সাইকেল আটক করা হয়।
চালকরা কাগজপত্র নিয়ে আসার কথা বলে স্টকে পড়ে। এব্যাপারে ৩টি মামলা দায়ের করা হয়েছে।