বদরুল আলম চৌধুরী ঃ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের অকাল বন্যা,পানি বন্দি পরিবার ও প্লাবিত স্থান পরিদর্শন এবং এাণ সামগ্রী বিতরন করেন। হবিগঞ্জ-বাহুবল ১ আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া । প্লাবিত স্থান, দীঘলবাক,রাধাপুর,জামারগাঁও,কসবা উমরপুর,দীঘলবাক বাজার,রাধাপুর প্রাইমারী স্কুল ও কুশিয়ারা ডাইকের সৃষ্টি ফাটল পরিদর্শন করেছেন।এসময় এমপি শেখ সুজাত মিয়া বলেন,নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের অকাল বন্যা,পানি বন্দি মানুষ রক্ষাতে অতি বিলম্বে কার্যকারী ব্যাবস্তা গ্রহন করার জন্য সরকারের কাছে জুরালো আবেদন জানান।পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর বিএনপি সভাপতি ও পেনেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,দীঘলবাক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া,যুবদল ভাইস পেসিডেন্ট ফখরুল মিয়া মেম্বার,৪নং ইউনিয়ন বিএনপি সাংগটনিক সম্পাদক খলিলুর রহমান,যুবদল ওয়ার্ড সেক্রেটারি বিলাল আহম্মেদ,৪নং সেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি আনছর আহমদ,২নং ওয়ার্ড যুবদল সভাপতি শাহ ইউসুফ আলী,কৃষকলীগের সভাপতি শফি মিয়া,উপজেলা ছাএদল যুগ্ন আহব্বায়ক আবুল কালাম মিটু,সেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক জিতু মিয়া সেন্টু,উপজেলা ছাএদল নেতা আবুল হাসনাত আবুল,৪নং ইউপি বিএনপি নেতা আবু তাহের,এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু,আব্দুল মুকিত,আব্দল মালিক,সায়েক মিয়া,শাহিনুর মিয়া, সেলিম আহমদ,মনির আহমদ প্রমূখ।