নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার গরদাইর নদীতে নৌকা ডুবিতে নারী-শিশুসহ ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল— ইদ্রিছ মিয়া (৫০), আমেনা বেগম (৩৫) ও জিহাদ (১)। তাদের সবার বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামে বলে জানা গেছে।
স্থানী সূত্রে জানা যায়, বিকেলে আজমিরীগঞ্জের বিরাট গ্রাম থেকে প্রায় ৫০জন নৌযাত্রী কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগরা এলাকায় মালিকের দর্গা মাজারে উদ্দেশে যাচ্ছিলেন।
নৌকাটি গরদাইর নদী দিয়ে যাওয়া সময় একটি গাছের খুটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈইমুর বখত চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।