নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার বার বার নির্বাচিত জননন্দিত মেয়র আলহাজ্ব জি কে গউছকে হত্যার উদ্দেশ্যে হবিগঞ্জ জেলা কারাগারে ঈদুল ফিতরের দিন আহত করার প্রতিবাদে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে গতকাল বুধবার সকালে পৌরসভার মোনালিসা সিনেমা হল হতে হাজারো নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে রেলওয়ে পার্কিং হয়ে দাউদনগর কে আলী মার্কেটের সামনে এসে পথসভায় মিলিত হয়।
যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন যুবদলের সহ-সভাপতি ফজল মিয়া, সবুজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক রানা, ফাইন হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, স্বাধীন মিয়া, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হোসেন শান্টু , পৌর ছাত্রদলের নেতা রাফেল, কাউছার প্রমুখ।