হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে অপহরণের ৭ দিন পর অপহৃতা এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মুসলিম কোয়ার্টারের একটি বাসা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীকেও আটক করে পুলিশ।
জানা যায়, সদর উপজেলার পইল দেবপাড়া গ্রামের সন্তোষ চন্দ্র দেবের কলেজ পড়–য়া কন্যা রাণী দেবকে কলেজে যাওয়ার পথে গত ২৮ নভেম্বর বানিয়াচঙ্গ উপজেলার ইনাতখানী গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে আজিজুর রহমান (২৫) সহ তার সঙ্গীয়রা অপহরণ করে নিয়ে যায়। পরে তার পিতা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিভিন্ন সূত্রে জানতে পারেন আজিজুর তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। পরে তিনি বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আজিজুরের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সদর থানার এসআই ইব্রাহীমের নেতৃত্বে একদল পুলিশ গতকাল রাতে মুসলিম কোয়ার্টারের একটি বাসা থেকে রাণী দেবকে উদ্ধার করে।