বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গ সদরের যাত্রাপাশা গ্রামে জমি দখল নিয়ে দু’পক্ষের সংর্ঘষে মহিল সহ ১০ জন আহত হয়েছে।
বুধবার সন্ধায় যাত্রাপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত সুত্রে জানাযায়, ওই গ্রামের বাবলু মিয়ার সাথে আবুল হায়াতের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
সংঘর্ষ চলাকালে বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট ঘটনা ঘটে। টেটাবৃদ্ধ অবস্থায় বাবুল মিয়া (৪০) তার পুত্র ফরহাদ মিয়া (১৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপালে ভর্তি করা হয়েছে।
মহিলাসহ বাকীদেরকে বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।