বাবা তোমার কি হয়েছে? আমার সাথে কি অভিমান করলে? তুমি কথা বলো বাবা কথা বলো, হ্যাঁ জানি তুমি কথা বলবে না, কারণ তুমি আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছ,
এই তো কিছুদিন আগে তুমি খুব অসুস্থ ছিলে, আমার ইচ্ছে ছিল তোমায় একটি নজর দেখবো, তাই আসতে চাইলাম কিন্তু তুমি অনেক বাঁধা দিলে তবুও আমি সব বাঁধা পেরিয়ে তোমায় দেখার জন্য গিয়েছিলাম, আল্লাহ্র দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে আমি তোমার জীবনের শেষ কয়েকটি দিন তোমার সঙ্গি হতে পেরেছি, কিন্তু শেষ পাঁচটি দিনের সঙ্গি হতে পারলাম না,
বাবা তুমি চলে গেছো কিন্তু তোমার চলে গেছো সবাই তোমার পাশে বসে কাঁদছেন কেও বা কোরআন তেলাওয়াত করছেন, বাবা আমি যে আজ অনেক দূরে চিৎকার করে কাঁদতেও পারিনা, আর নিরবে তোমার চলে যাওয়ার কষ্টকেও সহ্য করতে পারছিনা।
বাবা আমি আজ কার বুকে মাথা রেখে আমার মনের দুঃখের কথা টা বলবো, বাবা কেউ নেই আমার পাশে যে একটু সান্তনা দিবে,, বাবা তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো, অনেক স্বপ্ন দেখেছো তুমি আমায় নিয়ে
বাবা আজ কেন তোমার স্বপ্ন পূরণ হবার আগেই তুমি চলে গেলে? বাবা বিশ্বাস করো যখন আমি খবর পেলাম যে তুমি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছো তারপর থেকে একটি মুহূর্তের জন্য আমি শান্তি পাইনি, আমার কান্নাতে বুক ফেটে যাচ্ছে বাবা কিন্তু কাঁদতে পারছিনা।
বাবা নিজেকে বার বার প্রশ্ন করছি মানুষ কেন প্রবাসে আসে, কেন এই পরবাসের মানুষ গুলোর এতো কষ্ট?
বাবা আমি পারলাম না আমার নিজের হাতে তোমায় তোমার কবরে রাখতে বাবা দেখো আমার কেমন কপাল?
যদি আরো পাঁচটি দিন তোমার পাশে থাকতে পারতাম যদি আজ তোমার মুখের শেষ কথাটি আমি শুনতে পারতাম তবে সত্যি বাবা আমার জীবনটা ধন্য হয়ে যেত,
বাবা আমি সব বুঝতে পারি তুমি খোদার ডাকে সারা দিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছো, তবুও বাবা আমি যে নিজেকে ধরে রাখতে পারতেছিনা।
বাবা আমি কেমন করে ভুলে যাবো এই তো মাত্র ৫দিন আগে তুমি হাঁসি মুখে আমায় বিদায় দিলে, আমার সাথে কথা বললে, আমায় কিছু উপদেশ দিলে। আর আজ আমায় অনেক দূরে সরিয়ে দিয়ে তুমি আমায় না বলে নীরবে চলে গেলে, বাবা সত্যি জীবন বড়ই কষ্টের।
বাবা আমি আল্লাহ্র কাছে শুকরিয়া জানাই যে তুমি তোমার শেষ মেয়েকে নিজের হাতে বিয়ে দিতে পেরেছো, কিন্তু বাবা তুমি আমার আশা পূরণ হবার আগেই চলে গেলে, আমার অনেক স্বপ্ন ছিল বাবা আমি প্রবাস থেকে তোমার জন্য সুন্দর একটি ঘর বানিয়ে দিবো আর তুমি সেই ঘরেই তোমার জীবনের বাকি সময়টা কাটাবে কিন্তু টা আর হলো না,
জানো বাবা আমার ভাগ্যটাই এই রকম, আমি যখন যা চাই তা পাই কিন্তু টা আবার হারিয়ে যায় এমন সময় জার জন্য সারাজীবন আফসুস করতে হয়,
আজ আমি আমার স্বপ্ন বাস্তবায়িত করার পথে ছিলাম কিন্তু তুমি আমায় পথে রেখেই চলে গেলে,
বাবা অনেক কিছু লেখার ইচ্ছে ছিল কিন্তু পারলাম না, বাবা তুমি ভালো থেকো ওপারে।
তোমার আদরের ছোট ছেলে
মাসুম
লেখক : সিদ্দিকুর রহমান মাসুম