চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী বিষ্ণুপ্রিয়া মনিপুরী গ্রামে মণিপুরী ললিতকলা একাডেমী কমলগঞ্জ মৌলভীবাজার এর আয়োজনে ও বাংলাদেশ মণিপুরী যুবকল্যান সমিতির সহযোগীতায় ২ দিনব্যাপী “মণিপুরী নটপালা প্রশিক্ষণ কর্মশালা” শুরু হয়েছে। বুধবার ২ এপ্রিল ছয়শ্রী বিষ্ণুপ্রিয়া মনিপুরী গ্রামে আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মণিপুরী ললিতকলা একাডেমীর উপ-পরিচালক (অঃদাঃ), জনাব প্রভাস চন্দ্র সিংহ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মণিপুরী যুবকল্যান সমিতির সভাপতি শিবানন্দ সিংহ, বাংলাদেশ মণিপুরী যুবকল্যান সমিতির বিশগাঁও (চুনারুঘাট) শাখার সভাপতি বিনয় কুমার সিংহ, সাধারণ সম্পাদক মনীষ সিনহা, উপদেষ্টা অনন্ত সিংহ, শ্রী জীতেন্দ্র সিংহ ও শ্রী রামসেনা সিংহ।
এসময় প্রশিক্ষণ প্রদান করছেন মনিপুরী লালিতকলা একাডেমীর বাদ্যযন্ত্র বিভাগের প্রশিক্ষক অজা ধীরেন্দ্র কুমার সিংহ এবং বিশিষ্ট নটপালা গায়ক অজা সূর্য্য কিশোর সিংহ।
কর্মশালায় ১৬ জন প্রশিক্ষণার্থীকে মৃদঙ্গ বিভাগে এবং ৯ জন প্রশিক্ষনার্থীকে গায়ক বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি ও ঐতিহ্যের ধারা অটুট রাখতে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন অতিথিরা।