শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ব্যতিক্রমধর্মী সামাজিক সংঘঠন সুতাং জাগরণী সংসদ।
রবিবার(৩০ ই মে ) বিকাল ৩ টায় শাহজীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঈদ সামগ্রী বিতরণের উদ্ভোধন করেন প্রধান উপদেষ্টা সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব, এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা গিয়াস উদ্দিন মুখলিছ, আবিদুর রহমান বাদশা, সৈয়দ হাবিবুর রহমান ডিউক ও সৈয়দ বকুল রহমান। পরে তালিকা করে এতিম ও অসহায়দের বাড়ি বাড়ি করে প্রায় ত্রিশোর্ধ এর ও বেশি পরিবারের মাঝে ঈদ সামগ্রী ( চাল, পেয়াজ, আলু, সেমাই, চিনি) এগুলো পৌঁছে দেয়া হয়েছে।
ঈদ সামগ্রী পেয়ে অনুভূতি প্রকাশ করে খিরাজ মিয়া বলেন, প্রতিবছরই এ উপহার পাওয়ার আশায় থাকি, খাদ্য সামগ্রী পেয়ে ভাল লাগছে।
এ বিষয়ে সুতাং জাগরণী সংসদের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক জানান, প্রতিবারের ন্যায় এবার ও আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি, আমাদের এবারের আয়োজন ছিল তুলনামূলক ছোট, আশা করি সামনে আরও বড় পরিসরে মানুষদের পাশে দাড়াতে পারব, আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সুতাং জাগরণী সংসদের এ কার্যক্রমে সহায়তা করেছেন, চরকা টেক্সটাইলের সিনিয়র ম্যানেজার আশিকুর রহমান পাটোয়ারী, অত্র টেক্সটাইলের স্টোরের অন্যান্য কর্মী ও নিটিং সেকশন এর কর্মকর্তারা। এছাড়াও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সালাম মজনু, বাংলাদেশ বিমানবাহিনীর সার্জেন্ট খন্দকার জাবেদ জিলানি ও সুজন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, সুতাং জাগরণী সংসদ ৫ই মে ২০১২ইং সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এখন অবধি, ১৩ বছরের ও অধিক সময় ধরে আর্ত মানবতার সেবায় কাজ করে অসংখ্য সুনাম খুড়িয়েছে।