শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা শাখার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার বিকাল ৫টায় ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ মাঠে হাফেজ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মপরিষদ সদস্য ডাক্তার শাসছুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক অলি উল্লাহ মোঃ জহির,সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা মাহে রমজানের শিক্ষা গ্রহন করে সকলকে ইসলামি সমাজ প্রতিষ্টায় এগিয়ে আসার আহবান জানান।ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।