শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতাঃ
ইনসাফ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে স্প্রেড স্মাইল ফাউন্ডেশন শায়েস্তাগঞ্জে অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে।
২১মার্চ শুক্রবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের হল রুমে ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হিরাজ আলী শাহ এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ এর পরিচালনায় অদম্য মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, গ্রীণ ফেয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াসির খান ও শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার শিক্ষক মোঃ ইশতিয়াক আহমেদ ।
উক্ত অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা এককালীন বৃত্তি প্রদান করা হয়।
ফাউন্ডেশন চেয়ারম্যান ইন্জিনিয়ার হিরাজ আলী শাহ বলেন,অদুর ভবিষ্যতেও বৃহৎ পরিসরে আমার প্রিয় শহর শায়েস্তাগঞ্জ এর মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।