সৈয়দ আখলাক উদ্দিন মনসুর,শায়েস্তাগঞ্জ :
ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক গণহত্যা বন্ধের দাবিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২১মার্চ) বাদ জুম্মা নামাজের পর উপজেলা খেলাফত মজলিস এর আয়োজনে এবং উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নোমান আহমদ এর সভাপতিত্বে পৌরশহরে পুরান বাজার এলাকায় সহস্রাধিক নেতা-কর্মীদের উপস্থিতিতে ফিলিস্তিনে গাজায় ইসরাইল হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয় উপজেলার পৌরশহরে পুরান বাজার থেকে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে নতুন ব্রীজ গোলচক্কর সমাগম হয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয় এবং সেখান থেকে মিছিলটি ফিরে আবার পুরান বাজার এসে সমাগম হয় ।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি প্রভাষক ফিরুজুল ইসলাম চৌধুরী ।
এসময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মাওলানা তাজুল ইসলাম মোতালিব , মাওলানা আফরোজ আহমদ , মাওলানা আব্দুল খায়ের , মাওলানা মাহবুব মোস্তফা , মাওলানা দরস আলী খান , মহিবুর রহমান ফারুকী , মাওলানা তাফাজ্জুল হক সহ আরো অনেক । প্রধান অতিথি বলেন , ইসরায়েল বর্বর ভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে , অথচ বিশ্ব শক্তি গুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে । এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানানো হয় ।
উপস্থিত বক্তারা বলেন , ফিলিস্তিনে গাজায় ইসরাইলে গণহত্যা বন্ধে মুসলিম নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া এবং ইসরাইলী সকল পণ্য বর্জনের আহ্বান জানান ।