বাহার উদ্দিন :
হবিগঞ্জের লাখাইয়ে ফিলিস্তিনের গজায় নজিরবিহীন হামলা ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ বাদ জুমআ বুল্লাবাজার ও এলাকার তৌহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এলাকার তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বুল্লাবাজার চৌরাস্তায় হাফেজ মাওলানা আলীজান তাহসীন এর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন মোহাম্মদ আলী নেওয়াজ রাসেল,করাব ইউনিয়ন এর ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ দুলাল আহমেদ, বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, সিংহগ্রাম হাজী আমির হোসাইন কারিমিয়া মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম, বদিউজ্জামাল কনক,তরিকুল ইসলাম ইমন প্রমূখ।
সভায় বক্তাগন ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও আগ্রাসনের এবং প্রতিবেশী দেশ ভারতের নাগপুরে মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং এ ধরনের আগ্রাসন ও নির্যাতন বন্ধের আহবান জানান।