শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
উদয়ন ইউনিটি শায়েস্তাগঞ্জ এর ইফতার ও দোয়া মাহফিল ১৫ মার্চ শনিবার বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উদয়ন ইউনিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রকিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিটির প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুস সহিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এম এফ আহমেদ অলি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল আজিজ ফরহাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ ইয়াসির খান, কাউন্সিলর আব্দুল জলিল।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম তালুকদার, উদয়ন ইউনিটের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, ডাক্তার আনিসুর রহমান, মোহাম্মদ মানিক মিয়া, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক শফিক,মোহাম্মদ শাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম শয়ন, কোষাধ্যক্ষ ফখরুল আলম, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী।