মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সংঘর্ষ থামাতে এসে মুহাদ্দিস মিয়া(৫০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনাটি ঘটে ৬ই মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ কদমতারা গ্রামে নিহত ১জন ও মহিলা সহ ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হারুন মিয়ার এস্কেভেটার তৌহিদ মিয়ার পুকুর পাড় দিয়ে নিয়ে যাওয়ার সময় এস্কেভেটার দিয়ে একটি গাছ নষ্ট করে। এসময় তৌহিদ মিয়ার স্ত্রী ও মেয়েরা বাঁধা দিলে কথার কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে হারুনের লোকজন লাঠি সোঁটা নিয়ে মহিলাদের উপর আক্রমণ শুরু করে এবং কয়েক জন মহিলা আহত হতে দেখে তৌহিদ মিয়ার ভাই মুহাদ্দিস মিয়া সংঘর্ষ থামাতে আসলে হারুনের লোকজন মুহাদ্দিস মিয়া উপর আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হয়, আহত অবস্থায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
লাশ উদ্ধার জন্য বানিয়াচং থানা পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ঘটনার পর পর সন্ধ্যা হলে বর্তমান চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের বাড়িতে একদল দুর্বৃত্তরা ভাংচুর ও লোঠপাট চালায়, এতে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী টহল রয়েছে।
এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ এবি এম মাঈদুল হাসান এর সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি ঘটনা নিশ্চত করে বলেন পরিস্থিতি শান্ত রয়েছে,ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।