মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের সিলেট রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার বেলা ৩টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
এ সময় মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির দায়ে বেঙ্গল ফুডস এন্ড সোনালী কনফেকশনারির জালাল আহমেদ কে ৫ হাজার টাকা ও জসিম হোটেল এন্ড রেস্টুরেন্ট কে রান্না করা খাবার ও কাঁচা খাবার একত্রে ফ্রিজে রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।