মাধবপুর প্রতিনিধি :
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে হবিগঞ্জে মাধবপুরে জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
রোববার (২ মার্চ) সকালে মাধবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয় পরে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইমরুল হাসান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবু লায়েশ দুলাল , উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবিরসহ আরো অনেকে।