মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে র্যাব ৯ শায়েস্তাগঞ্জ সিপিসি অভিযানিক দল গোপন সুত্রে খবর পেয়ে ৬৯ কেজি মাদক সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হল মাধবপুর উপজেলার বেজুরা গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে সিফত আলী (৪২),একই উপজেলার মুরাদপুর গ্রামের রবিউলের ছেলে আলমগীর মিযা(২৫) সুলতানপুর গ্রামের মিয়াব আলীর ছেলে আনোয়ার মিয়া (৩২)।
মাধবপুর থানায় মাদকদ্রব্য মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতের নির্দেশে হবিগঞ্জ কারাগারে পাঠিয়েছে।
সিলেট র্যাব ৯ এর মিডিয়া অফিসার মোঃ,মশিহুর রহমান সোহেল জানান সত্যতা নিশ্চিত করে জানান,শনিনার রাতে র্যার সদস্যরা জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজা সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।তারা পেশাদার মাদক চোরাকারবারি চক্রের সদস্য।এ ঘটনায় র্যাব বাদি হয়ে মাধবপুর থানায় নিয়মিত মামলা করেছে।