শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট :
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করছে যৌথবাহিনী।
পহেলা রমজান রবিবার (২মার্চ) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের কাঁচাবাজার, বাল্লারোড সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর মাধবপুরের শাহজিবাজার আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার হাসান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুব এর উপস্থিতিতে যৌথবাহিনীর এ অভিযান পরিচালনা করা হয় ।
এসময় দোকানে মূল্য তালিকা না থাকা,মেয়াদোত্তীর্ণ পণ্য ও সয়াবিন তৈল বিক্রির অভিযোগ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় বিভিন্ন দোকানে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৩ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত মূল্যে সয়াবিন তৈল বিক্রির দায়ে আমকান্দি স্টোরের মালিক মোহাম্মদ আলীকে ৫০ হাজার ও সয়াবিন তেলের বোতলের গায়ের দর থেকে অতিরিক্ত দামে তৈল বিক্রির অভিযোগে মনু মিয়াকে ১ হাজার,মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখায় লিটন পালকে ১০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৬১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে অনেক অসাধু দোকানদার দোকান বন্ধ করে পালিয়ে যান। অভিযানে উপজেলা কৃষি অফিসার মোঃ মাহিদুল ইসলাম ও চুনারুঘাট থানার এসআই আল মামুনসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
যৌথবাহিনী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজারের একাধিক গোডাউনে তল্লাশি করা হয়।
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বলেন, রমজান উপলক্ষে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত দামে সয়াবিন তৈল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়। এই ধরনের প্রতারণা রমজান মাসে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় আমরা এমন ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছি।
সেনাবাহিনীর অভিযান অব্যাহত জানিয়ে সেনাবাহিনী শাহজিবাজার আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার হাসান খান জানান, তারা রমজান মাস উপলক্ষে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করবে এবং জনগণের সহযোগিতার মাধ্যমে প্রতারণা বন্ধের চেষ্টা চালিয়ে যাবেন। স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
রোজার মৌসুমে প্রতারণার শিকার ক্রেতারা ক্রেতাদের অভিযোগ কোনো কোনো খুচরা দোকানে সর্বোচ্চ এক লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে। আবার তৈল পাওয়া গেলেও তার জন্য ক্রেতাদেরকে গুণতে হচ্ছে বাড়তি দাম।এ নিয়ে তাজুল বাহার নামে এক ক্রেতা ফেসবুকে পোস্ট করে বলেন,১লিটার সয়াবিন তেলের গায়ের মূল্য ১৭৫ টাকা।অথচ তার কাছ থেকে ব্যবসায়ী ২ লিটার সয়াবিন তেলের মূল্য রেখেছে ৪০০ টাকা।জিজ্ঞেস করলে ব্যবসায়ী বলে কিচ্ছু করার নেই।রামজান মাস,বেশী দামে ক্রয় করেছি বেশি দামে বিক্রি করতে হবে।পরে কাচাবাজারে একাধিক দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে সেনাবাহিনীর পক্ষে থেকে ব্যবসায়ীদের সচেতন ও কঠোরভাবে সতর্ক করা হয়।