স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ভেজাল ও নকল কিটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগলাবাজার এলাকার মীম এন্টারপ্রাইজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বগলা বাজার এলাকায় মীম এন্টারপ্রাইজে দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানীর নকল ও ভেজাল কিটনাশক সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন স্বত্ত্বাধিকারী সুমন মিয়া।
বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপ-পরিচালক শ্যামল পুরকায়স্ত এর নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মীম এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী সুমন মিয়াকে ১২ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় অভিযানে সহযোগিতা করে সদর থানা পুলিশের একটি টিম। ভোক্তার অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নকল ও ভেজাল কীশনাশক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।