চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চুনারুঘাট পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হোসাইন আলী রাজনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
রবিবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী ডিসিপি হাইস্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
হোসাইন আলী রাজনের জানাজায় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
গত ১ ফেব্রুয়ারি শনিবার চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোসাইন আলী রাজন।
তার মৃত্যুতে চুনারুঘাটের সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেন। ১৯৯৭ সালে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর জনগণের ইচ্ছায় নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচন হন তিনি। এরপর বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন হোসাইন আলী রাজন।
পরবর্তীতে ২০০৫ সালে প্রতিষ্ঠিত চুনারুঘাট পৌরসভার প্রতিষ্ঠাকালীন কমিশনার মনোনীত হন। সামাজিক বিচার-শালীশে হোসাইন আলী রাজনের অবদান ছিল অনস্বীকার্য। মৃত্যুকালে ৩ কন্যা ও ২ পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।