নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ :
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহিরকে সাবেক অর্ধমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার আসামী জি কে গউছ কর্তৃক হত্যার পরিকল্পনার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাঁ সামন থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পূণরায় সেখানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জিকে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়াকে হত্যা করেও শান্ত হননি। তিনি আবারো অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার পরিকল্পনা করেছেন। সেই সাথে হবিগঞ্জের জননন্দিত নেতা হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহিরকেও হত্যার পরিকল্পা করেছেন। আমরা তার দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করছি।
এ সময় নেতৃবৃন্দ হুশিয়ার প্রধান করে বলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং এমপি এডভোকেট মো. আবু জাহিরের কিছু হলে আমরা তা সহজে মেনে নেব না। আমরা সারা দেশে আগুন জ্বালিয়ে দেব।
তারা বলেন জি কে গউছ জেলখানায় বসে আরাম আয়েশ করছেন। আমরা তার আরাম হারাম করে দেব।