সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
” কৃষি সমৃদ্ধ ” সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৫৩ জন কৃষকের মাঝে বিভিন্ন রকমের সবজি বীজ , ফলের চারা, নেট জাল, জৈব সার, বীজ সংরক্ষণ করার পাত্র ও সাইনবোর্ড স্থাপন উপলক্ষে উপকরণ বিতরণ করা হয় ।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস চত্বরে অনুষ্ঠিত হয় ।
উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান এর নেতৃত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিধান দেব নাথ,উপ-সহকারী কৃষি অফিসার মোঃতোফায়েল , মোঃ জুবায়ের আহমেদ,শামসুন্নাহার বেগম,মোহাম্মদ জহুরুল ইসলাম,মোঃ আলী হোসেন, তাপস দেব নাথ,ছানা উল্লা শামীম,শাহ আলম,রাকেশ মজুমদার,শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ ।
এদিকে ২০২৪- ২৫ মৌসুমে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন উপলক্ষে উপজেলার পৌরশহর ও ইউনিয়নে ৫৩ জন কৃষকের মাঝে প্রত্যেককে একটি করে সাইনবোর্ড , পুষ্টি বাগান ঘেরা- বেড়ার জন্য নেট জাল , ১৩ রকমের বিভিন্ন জাতের সবজি বীজ , ৬ টি ফলের কলমি চারা ( আম , পেয়ারা , বড়োই , লেবু , পেঁপে ) , ৫০ কেজি (১ বস্তা) জৈব সার , বীজ সংরক্ষণ করার জন্য ১ টি পাত্র , দেওয়া হয়েছে ।