শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে পিএফজির শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ আব্দুল মুক্তাদির এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পিএফজির সিলেট বিভাগীয় সমন্বয়কারী আকলিমা চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক নজিবুর রহমান, অলিউল্লাহ জহির, প্রভাষক তাপস পাল, অসীম রনি সেন, আব্দুল মজিদ, অনুপম চৌধুরী, মোহাম্মদ ডালিম।
মত বিনিময় সভায় বক্তাগণ, শিক্ষাথীদের একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত সহিংসতা পরিহার করে এবং অন্ত ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের আন্তরিক প্রচেষ্টার গুরুত্ব আরোপ করেন।