মোহাম্মদ জালাল উদ্দিন রুমি :
শায়েস্তাগঞ্জ থিয়েটারের সিনিয়র নাট্যকর্মী দলের বর্তমান সমন্বয়কারী মোঃ রুবেল মিয়া “এথিক”(এসো থিয়েটার করি) তারুণ্য সম্মাননা ২০২৫ এ ভূষিত হলেন।
১১ জানুয়ারি ২০২৫ ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে এথিক (এসো থিয়েটার করি) সংগঠনের ১৬ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের ১৬ জন তরুণ্ নাট্যকর্মীকে ‘এথিক’ তারুণ্য সম্মাননা ২০২৫ প্রদান করেন।
বর্ণাঢ্য এই আয়োজন উপলক্ষে মহিলা সমিতি প্রাঙ্গণে আয়োজন করা হয় চমৎকার শিল্প সুরের আলাপন। বেশ কিছু ঢুলি মহিলা সমিতি প্রাঙ্গণের সম্মুখভাগে আগত সকল অতিথিকে সম্ভাষণ জানিয়ে চমৎকার সুর ও তালের লহরীতে মাতিয়ে তুলেন মহিলা সমিতি প্রাঙ্গণ। এথিক সভাপতি রেজানুর রহমানের সভাপতিত্বে প্রদান করা হয় এথিক তারুণ্য সম্মাননা ২০২৫ ।
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ থিয়েটার এর সমন্বয়কারী মোঃ রুবেল মিয়া এথিক তারুণ্য সম্মাননা ২০২৫ এ সম্মানিত করা হয়। তার এই অর্জনে শায়েস্তাগঞ্জ থিয়েটার পরিবারের দল প্রধান মোঃ জালাল উদ্দিন রুমি সহ দলের সকল নাট্য কর্মীগণ উচ্চশিত। একই সাথে কৃতজ্ঞতা জানিয়েছেন এথিক পরিবারকে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা নাটকের অন্যতম প্রাণপুরুষ মামুনুর রশিদ, তারিক আনাম, মলয় ভৌমিক, মোহাম্মদ বারী, প্রমুখ।