চুনারুঘাট প্রতিনিধি :
বাংলাদেশী কৃষক জহুর আলীর (৬০) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা সীমান্ত দিয়ে মরদেহটি বিএসএফ হস্তান্তর করে ।
উপজেলার বাল্লা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে।
নিহত বাংলাদেশির কৃষক জহুর আলী (৬০)চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মুনছব উল্যার পুত্র।
উল্লেখ্য, ৭ জানুয়ারি ২০২৫ জহুরকে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তর থেকে ধরে নিয়ে যায়। পরে গত মঙ্গলবার ভারতের খোয়াই হাসপাতাল মর্গে তার লাশ আছে এই মর্মে তার আত্মীয়রা খবর পায়।
চুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মো: শফিকুল ইসলাম বলেন, বাল্লা বিজিপি বিএসএফ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে খোয়াই থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শুভঙ্কর দেব বর্মা জহুর আলীর মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ সময় উপস্থিত ছিলেন, খোয়াই থানার অফিসার ইনচার্জ সুবির মালাকার, পুলিশের সাব ডিভিশনাল রঙ্গ দুলাল দেব বর্মা বিএসএফের কোম্পানি কমান্ডার কুন্দন কুমার, চুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুর রহমান, বাল্লা বিজিবির ক্যাম্প কমান্ডার নাজমুল ইসলাম, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী।