শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী বলেছেন বিজ্ঞান ও হস্তশিল্প মেলা শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটায় । তাই এই আয়োজনকে উৎসাহিত করতে হবে । বুধবার জহুর চান বিবি মহিলা কলেজের বার্ষিক বিজ্ঞান ও হস্তশিল্প মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রভাষক মো.শাহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস।
তিনি বলেন, বিজ্ঞানবিষয়ক প্রতিভা প্রদর্শনের এই আয়োজনটি শিক্ষার্থীদের বিজ্ঞানের জগৎকে নতুন দৃষ্টিভঙ্গিতে আবিষ্কার করতে এবং তাদের সৃষ্টিশীল চিন্তাগুলোর প্রকাশ ঘটানোর সুযোগ করে দিয়েছে। এতে দলগত কাজ ও নেতৃত্বের দক্ষতা তৈরি হয়।
মেলায় ১৫টি স্টলে বৈজ্ঞানিক প্রকল্প, হাতের তৈরি নকশাকৃত নানান পণ্য ও বাহারী পিঠা প্রদর্শনী ছিল। যার মধ্যে কৃত্রিম আলোতে ইনডোরে শূন্যে সবজি উৎপাদন, স্বল্লমূল্যে বিকল্প জ্বালানী, পরিবেশ সংরক্ষণ, নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনমূলক ধারণাগুলি ছিল বিশেষ আকর্ষণ।