সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা স্থায়ী বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী , সমাজ সেবক দানবীর মোঃ সারোয়ার আলম শাকিল ও লন্ডন প্রবাসী মোঃ সানাউর আলম শাকিব এর পিতা এবং শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের তৎকালীন শিক্ষক মরহুম এমএ মালেক এর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবীর এমএ মোক্তাদির ওরপে মকুল এর ১৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ।
এ উপলক্ষ্যে সোমবার (২৩ ডিসেম্বর) বাদ জহর নামাজের পরে উপজেলার পৌরশহরে দাউদ নগর বাজারস্থ সোনালী ব্যাংক এলাকায় মরহুমের নিজ বাস ভবনে পরিবার পক্ষ থেকে মসজিদের খতিব, মসজিদের মোয়াজ্জিন , মাদ্রাসার কোরআন এর হাফেজ, এতিম- মিসকিন, হতদরিদ্র উপস্থিতিতে যথাযথ মর্যাদায় দিনব্যাপী মরহুমের বাসায় পবিত্র কোরআন তেলাওয়াত , মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
এ মিলাদ মাহফিলে দুরুদ শরীফ পাঠ করেন রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা শেখ সিরাজুল ইসলাম আল কাদরী, দাউদ নগর বাজার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা সবুজ মুন্সী । মরহুমের সহধর্মিণী , পরিবারের সকলের জন্য এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত মাধ্যমে দোয়া করা হয় ।
মোনাজাতে দোয়া পাঠ করেন দাউদনগর বাজার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুল হাই নুরী । দোয়া শেষে দাউদনগর সাহেব বাড়ির এলাকায় দাউদ নগর জামে মসজিদের সামনে চিরনিদ্রায় শায়িত মরহুম এমএ মোক্তাদির মকুল সহ পরিবারের সকল কবরবাসী জন্য জিয়ারতে দোয়া পাঠ করেন।
কবর জিয়ারতে দোয়া পাঠ রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা শেখ সিরাজুল ইসলাম । দোয়াতে অংশ নেন মরহুমের বড় ছেলে মোঃ সারোয়ার আলম শাকিল সহ অন্যান্য মুসল্লীগণ ।