প্রেস বিজ্ঞপ্তি :
বৈষময়হীন, গণতান্ত্রিক ও মানবিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শায়েস্তাগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার ভোরে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের সাথে অধিগ্রহণকৃত ভূমিতে অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় সকালে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় দেশাত্মবোধক সঙ্গীত, মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা ও মহান বিজয় দিবস বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কলেজ মিলনায়তনে।
বিজয় আলোচনায় বক্তব্য রাখেন প্রভাষক তহুরা বেগম, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মো.শাহীন মিয়া, প্রভাষক কামরুল হাসান রিপন, প্রভাষক প্রভাষক আরিফুর রহমান, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি।
দুপুরে কলেজ মাঠে একাদশ বনাম দ্বাদশ শ্রেণি ও শিক্ষক কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এডহক কমিটির সভাপতি পল্লব হোম দাস। প্রধান অতিথি বলেন,স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন ১৬ ডিসেম্বর । শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহবান জানিয়ে ইউএনও বলেন, বীর শহিদদের আত্নত্যাগের বিনিময়ে অর্জিত পতাকা, মানচিত্র সমুন্নত রাখতে তথ্য প্রযুক্তি নির্ভর উন্নত, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।