শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: নুর আলম । তিনি রবিবার (১৫ ডিসেম্বর ) বিকেলে ওসি হিসেবে চুনারুঘাট থানায় যোগদান করেন।
মো: নুর আলম ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে এসআই পদে চাকুরীতে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে ডিবি ডিএমপিসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় এসআই হিসাবে চাকুরী করেন। ২০১৬ সালে ঢাকা ডিএমপিতে থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে সফলতার সাথে চাকুরী করেন।
২০২১ সালে অফিসার ইনচার্জ হিসেবে সুনামগঞ্জের শাল্লা থানায় সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ বানিয়াচং উপজেলার সুজাতপুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন । তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে সন্তানের জনক। তিনি দায়িত্ব পালনে চুনারুঘাটবাসীর সহযোগিতা কামনা করছেন।
এদিকে রবিবার(১৫ডিসেম্বর) সন্ধ্যায় নতুন ইন্সপেক্টর তদন্ত মোঃ শফিকুল ইসলাম যোগদান করেন।তিনি এরআগে মাধবপুর থানায় ইন্সপেক্টর তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন।
অপরদিকে তদন্ত ইন্সপেক্টর মো: কবির হোসেনকে মাধবপুরে বদলি করা হয়েছে।