শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট :
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশের চুনারুঘাট কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে মোঃ খলিলুর রহমানকে সভাপতি ও মোঃ ওবায়দুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।সভায় সভাপতিত্ব করেন নবগঠিত উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ খলিলুর রহমান।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মোঃ আব্দুর রউফ বাহার।
নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মোঃ ইদ্রিস আলী ও মীর সাহেব আলী, মাধবপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নায়েব উল্ল্যসহ সংগঠনের জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পরে নবনির্বাচিত কমিটির শপথ পাঠ অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায়, প্রতিটি শ্রমিক নেতাদের দায়িত্ব কর্তব্য প্রতি যত্নবান হওয়া, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কাঁধে কাধঁ মিলেয়ে একসাথে কাজ করা, ইসলামের গুরুত্ব, প্রতিটি শ্রমিকের দ্বারপ্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়াসহ নানান বিষয় আলোচনা হয় ।